পুঁজিবাজারে ফের পতন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৬-৩০ ১৫:০০:৩১

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮১৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৪০০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০ টির, দর কমেছে ২০৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৫ টির।
ডিএসইতে ৪৬৪ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৯ কোটি ৮১ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৯৪ কোটি ৩৪ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৩৮ পয়েন্টে।
সিএসইতে ২২৯ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৪ টির দর বেড়েছে, কমেছে ১০৫ টির এবং ৪০ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












