দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৬-৩০ ১৫:৪৫:৪১


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৯৩ বারে ১৬ লাখ ২৭ হাজার ৬৪৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৪৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮২০ বারে ৭১ লাখ ১৩ হাজার ৯৪৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৭০ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা দেশবন্ধু পলিমারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৭৬ বারে ২২ লাখ ৭৬ হাজার ৬১৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৩১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –  রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৫.৩৩ শতাংশ,ইস্টার্ন লুব্রিক্যান্টের ৫.০০ শতাংশ, এশিয়াটিক ল্যাবের ৪.৮৬ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৪.৭৯ শতাংশ,এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.৪৪ শতাংশ, এমএল ডাইংয়ের ৪.৩৪ শতাংশ ওন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৪.৩৪ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস