

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করেছেন দেশটির সাংবিধানিক আদালত। মঙ্গলবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
এতে বলা হয়, সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেনের সাথে তার ফাঁস হওয়া একটি অডিও বার্তাকে কেন্দ্র করে পদত্যাগের জন্য ক্রমবর্ধমান চাপের মুখে ছিলেন পেতংতার্ন।
সেই ভিডিও ক্লিপটিতে, পেতংতার্ন তাকে ‘চাচা’ বলে সম্বোধন করেছিলেন এবং একজন থাই সামরিক কমান্ডারের সমালোচনা করেছিলেন। যা জনসাধারণের মধ্যে ক্ষোভের জন্ম দেয় এবং তাকে বরখাস্ত করার জন্য একটি আবেদন করা হয়। আদালত তা বিবেচনা করে তাকে বরখাস্ত করেছেন।
এর ফলে থাই রাজনীতিতে গত দুই দশক ধরে আধিপত্য বিস্তারকারী শক্তিশালী সিনাওয়াত্রা বংশের তৃতীয় রাজনীতিবিদ পেতংতার্ন তার মেয়াদ পূর্ণ করার আগেই ক্ষমতা হারালেন।
সাংবিধানিক আদালত ৭-২ ভোটে তাকে বরখাস্ত করার পক্ষে রায় দিয়েছে। আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিন সময় রয়েছে সিনাওয়াত্রার হাতে।
দুই সপ্তাহ আগে একটি গুরুত্বপূর্ণ রক্ষণশীল মিত্র জোট ত্যাগ করার পর তার ক্ষমতাসীন জোট ইতিমধ্যেই ক্ষীণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে যাচ্ছে।
এই সময়ের মধ্যে উপ-প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত দেশের ভারপ্রাপ্ত নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিএইচ