ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার আহমেদ বলেন, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে গৌরীপুর উপজেলা পরিষদের পাশের দোকান থেকে তায়েবুরকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, তায়েবুরের বিরুদ্ধে ময়মনসিংহের গৌরীপুর ও নেত্রকোনার পূর্বধলা থানায় সহিংসতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। পূর্বধলা থানার একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তায়েবুরকে বুধবার আদালতে হাজির করা হবে।