
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৩১ বারে ৩ লাখ ২৩ হাজার ৭৪৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইসলামিক ফাইন্যান্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৮৩৬ বারে ১৮ লাখ ৩ হাজার ২৬৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৪৬ বারে ১৬ লাখ ২৫ হাজার ৯৪৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৭০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – স্যালভো কেমিক্যালের ৯.৭৯ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৭৯ শতাংশ, রূপালী ব্যাংকের ৯.৭৭ শতাংশ, এস ই এম এল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৮.৫৫ শতাংশ , দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৯৮ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬.৯৬ শতাংশ ও সিকদার ইন্স্যুরেন্সের ৬.৬০ শতাংশ দর বেড়েছে।
এসকেএস