
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৯ বারে ২ লাখ ৪ হাজার ৭১৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৯ বারে ৫ লাখ ১৬ হাজার ৫২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বার্জার পেইন্টসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২২৯ বারে ৩১ হাজার ৩৯৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪.৬৯ শতাংশ, মিথুন নিটিংয়ের ৩.৮২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৩.৪৫ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালের ৩.২৮ শতাংশ, ইন্দো বাংলা ফার্মার ৩.০৫ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ২.৮৬ শতাংশ এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ২.৫৬ শতাংশ কমেছে।
এসকেএস