দর বৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৭-০৩ ১৫:৩৭:৫৬


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রূপালী ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ২৬০ বারে ৫ লাখ ৮৮ হাজার ৮৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২২ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ইন্দো বাংলা ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৭৪ বারে ৪৪ লাখ ২৮ হাজার ৭৩৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৯৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সিএপিএম ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ। ফান্ডটি ৩১৭ বারে ৮ লাখ ৫১ হাজার ৭৪ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৬ কোটি টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.৪৫শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৬.২৭ শতাংশ, জিএসপি ইস্পাত ৬.১৮শতাংশ , প্রাইম ব্যাংক৬.০৬ শতাংশ, ওয়ান ব্যাংকের ৫.৬৩ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৫.৫১ শতাংশ ও এস আলমের ৫.৫ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস