দর পতনের শীর্ষে ইসলামিক ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৭-০৩ ১৬:০২:১৭


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইসলামিক ফাইন্যান্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার  দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৯৫ বারে ৬ লাখ ৫৪ হাজার ২৮৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫২ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮০ বারে ৩ লাখ ৫৬ হাজার ৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা লাভেলোর শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫১৯ বারে ১০ লাখ ৯২ হাজার ৫২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৭১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –বে লিজিংয়ের ৪.৪৪ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টের ৩.৭৪ শতাংশ, জি কিউ বলপেনের ৩.৩৫ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩.২৮ শতাংশ, সি এন্ড এ টেক্সটাইলের ৩.১৩ শতাংশ,ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩.০৮ শতাংশ এবং লিগ্যাসী  ফুটওয়ারের ৩.০১ শতাংশ দর কমেছে।

 

এসকেএস