সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৫-০৭-০৫ ১১:৪০:০৫

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ দল। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প কিছু নেই টাইগারদের সামনে। তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য দিয়ে মাঠে নামবে মিরাজ বাহিনী।
শনিবার (৫ জুলাই) কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামের অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












