দর বৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৭-০৭ ১৫:৩৫:২৮


সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রূপালী ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৮৮ বারে ৩৮ লাখ ২৩ হাজার ৯৩০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৮১ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৯০৪ বারে ২৭ লাখ ১১ হাজার ৯১৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা রহিম টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ৪৬৪ বারে ৬৪ হাজার ৯৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –এবি ব্যাংকের ৯.৩৭ শতাংশ, এক্সিম ব্যাংকের ৮.৯৩ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৮.৭৪শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৮.৫৭শতাংশ ,ডেসকো ৭.৭৬ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৭.৭৫ শতাংশ ও ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের ৭.৬৯ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস