
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৪ বারে ১৮৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ১১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩২৯ বারে ১ লাখ ৪৭ হাজার ৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫২ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা লাভেলোর শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ০৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৮১৩ বারে ১১ লাখ ১৪ হাজার ১২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৪২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– সাইফ পাওয়ার টেকের ৪.০০ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৩.৭৬ শতাংশ, এপোলো ইস্পাতের ২.৯৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২.৭৮ শতাংশ, নিউ লাইন ক্লথিংয়ের ২.৬৭ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ২.৫০ শতাংশ এবং মেঘনা পেটের ২.৩৬ শতাংশ দর কমেছে।
এসকেএস