দর বৃদ্ধির শীর্ষে তমিজ উদ্দিন টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৭-০৮ ১৫:১০:১৬


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তমিজ উদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৮২১ বারে ২ লাখ ১ হাজার ৭৪৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৩৪ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা রহিমা ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৮০ বারে ৫ লাখ ৯৬ হাজার ৮০২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ১৯ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩২৪ বারে ৯৪ লাখ ৬৩ হাজার ১৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ১৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – এপেক্স স্পিনিংয়ের ৬.৯৮ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্টের ৬.৯৫ শতাংশ, টেকনো ড্রাগসের ৬.২১ শতাংশ, বিডি ল্যাম্পসের ৬.১১ শতাংশ,রূপালী ব্যাংকের ৬.০৬ শতাংশ , স্টাইল ক্রাফটের ৫.৭৩ শতাংশ ও বিকন ফার্মার ৫.৬৬ শতাংশ  দর বেড়েছে।

 

এসকেএস