
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১৫ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ১৫৩ বারে ৪৫ লাখ ৩৪ হাজার ৮৪ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৬১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৬০ বারে ৫ লাখ ৯৭ হাজার ৬৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭৩ বারে ৪ লাখ ৮৮ হাজার ৯৪৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– দেশ গার্মেন্টসের ৩.৩৫ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালের ৩.২৮ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৩.২৩ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ২.৯৯ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ২.৭০ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ২.৪১ শতাংশ এবং তশরিফা ইন্ডাস্ট্রিজের ২.৩৯ শতাংশ দর কমেছে।
এসকেএস