৩ বিমা কোম্পানিতে সিইও পুনঃনিয়োগ

সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৭-০৯ ১৭:৪৭:১৭


দেশের ৩ বিমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পুনঃনিয়োগ দিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। মঙ্গলবার ( ৮ জুলাই) আইডিআরএ’র পরিচালক সালেহীন তানভীর গাজী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই নিয়োগ অনুমোদন করা হয়েছে।

আইডিআরএ থেকে জানা যায়, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে আঃ হামিদ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মোঃ সানা উল্লাহ্ এবং সিটি ইন্স্যুরেন্স পিএলসি এর মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মোঃ শামীম হোসেনের প্রস্তাবিত পুনঃনিয়োগ অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

এসব কোম্পানির সিইওদেরকে আগামী তিন বছরের জন্য নিয়োগ অনুমোদন করেছে আইডিআরএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের সিইও ১ জুন ২০২৫ থেকে ৩১ মে ২০২৮, প্রাইম ইন্স্যুরেন্সের সিইও ৬ মে ২০২৫ হতে ১৫ মে ২০২৮ এবং সিটি ইন্স্যুরেন্স পিএলসির ২ জুলাই ২০২৫ থেকে ০১ জুলাই ২০২৮ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে।

এএ