রুপালী ইন্স্যুরেন্সকে ফের ৫ লক্ষ টাকা জরিমানা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৭-০৯ ১৮:০২:০১

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনা অমান্য করে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ না দেওয়ায় ফের জরিমানার মুখে পড়েছে রুপালী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত ০৩ জুলাই আইডিআরএ’র এক সভায় বীমা আইন লঙ্ঘন করায় কোম্পানিটিকে পুনরায় ৫ লক্ষ টাকা জরিমানা করে সংস্থাটি।
মঙ্গলবার (৮ জুলাই) আইডিআরএ’র পরিচালক (নন-লাইফ) সালেহীন তানভীর গাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ জানুয়ারি দেওয়া চিঠিতে ৬০ দিনের মধ্যে রুপালী ইনস্যুরেন্সকে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিতে নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় ৫ লক্ষ টাকা জরিমানা করা হবে।
নির্ধারিত সময়ে সিইও নিয়োগ না দেওয়ায় গত ০৩ জুলাই আইডিআরএ’র ১৮৫ তম সভায় রূপালী ইন্স্যুরেন্সকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করে ১৫ কার্যদিবসের মধ্যে পরিশোধের নির্দেশনা জারি করে সংস্থাটি।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১লা ফেব্রুয়ারি থেকে রুপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে চলতি দায়িত্ব পালন করছেন ফৌজিয়া কামরুন তানিয়া। এ বছরের ২৯ জানুয়ারি কর্তৃপক্ষের অনুমোদিত মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ না দেওয়ায় কোম্পানিটির বিরুদ্ধে শাস্তিস্বরূপ পাঁচ লক্ষ টাকা জরিমানা করে ৬০ দিনের মধ্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের নির্দেশ দেয় আইডিআরএ।
এদিকে, গত ৪ জুন নির্ধারিত সময়ের মধ্যে এই শীর্ষ কর্মকর্তা নিয়োগ না দেওয়ায় রুপালী ইন্স্যুরেন্সের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে রাষ্ট্রের এক গেয়েন্দা সংস্থা প্রধান উপদেষ্টার কার্যলয় বরাবর চিঠি প্রেরণ করে। খাত সংশ্লিষ্টরা বলছেন,কর্তৃপক্ষের বারবার নির্দেশনা অমান্য করে ২ বছর পাঁচ মাসের অধিক সময় পরেও মুখ্য নির্বাহী কর্মকর্তা পদ শূন্য রাখা কোম্পানিটির ঔদ্ধত্য প্রকাশ ও সুস্পষ্ট আইনের লঙ্ঘন। এর প্রেক্ষিতে সরকারের কাছে গোয়েন্দা সংস্থা কর্তৃক ব্যবস্থা গ্রহণের সুপারিশের প্রেক্ষিতে আবারো আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে আইডিআরএ।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











