
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৯৫ বারে ৬ লাখ ৫৪ হাজার ২৮৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা গ্লোবাল হেভির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮০ বারে ৩ লাখ ৫৬ হাজার ৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫১৯ বারে ১০ লাখ ৯২ হাজার ৫২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৭১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – এস. আলম কোল্ডের ৩.৫৯ শতাংশ, ইন্দো বাংলা ফার্মার ৩.৫৫ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ৩.২ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ২.৮১ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ২.৭৬ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২.৬০ শতাংশ ও ন্যাশনাল ফিড মিলের ২.৫৬ শতাংশ দর কমেছে।
এসকেএস