রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪
দক্ষিণ সুদান ছেড়ে যাচ্ছেন মার্কিন কর্মকর্তারা
প্রকাশিত - ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ১১:১১ এএম
দক্ষিণ সুদানে মার্কিন দূতাবাস থেকে কর্মকর্তাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির রাজধানীতে সাম্প্রতিক সময়ে বন্দুকযুদ্ধে চীনা শান্তিরক্ষীসহ অনেক জন নিহত হয়েছেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, রবিবার দেশটিতে নিরাপত্তা ব্যবস্থার চরম অবনতির পর এই সিদ্ধান্ত নেয়া হয়। নিউইয়র্কে রুদ্ধদ্বার বৈঠকের পর জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল জানায়, এই ঘটনায় তারা খুবই বিস্মিত ও ক্ষুব্ধ।
তারা প্রেসিডেন্ট সালভা কির এবং তার বিরোধী ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারকে তাদের বাহিনী নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার প্রথম এই সংঘর্ষ শুরু হয়। এরপর রবিবার আবার তীব্র আকারে সংঘর্ষ বাধে। জাতিসংঘের ভবনের সামনেই গুলি বিনিময় করে দুই পক্ষ।
এসময় দেশটি তাদের পঞ্চম স্বাধীনতা দিবস উদযাপন করছিলো। সংঘর্ষে নিহত হয় বহু মানুষ। নিহতদের মধ্যে জাতিসংঘের একজন চীনা শান্তিরক্ষীও ছিলেন। সিএনএন
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.