
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফ্যামিলি টেক্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৪ বারে ১৮৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০০ বারে ৪ লাখ ১৫ হাজার ৬৬৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা পেনিনসুলা চিটাগাংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৬২ বারে ১৭ লাখ ৯৪ হাজার ৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–দেশ গার্মেন্টসের ৪.৭৭ শতাংশ, লাভেলোর ৪.২২ শতাংশ, এবি ব্যাংকের ৪.১৭ শতাংশ, ভিএফএস থ্রেডের ৪.১৭ শতাংশ, এস কে ট্রিমসের ৩.৭৭ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩.৭৪ শতাংশ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৩.৭০ শতাংশ কমেছে।
এসকেএস