দর বৃদ্ধির শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৭-১৪ ১৫:১৯:৫৩


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ৭৬০ বারে ৩ লাখ ৮৫ হাজার ৭০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা আরামিটের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৬৬ বারে ১ লাখ ২৩ হাজার ৬২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা রহিম টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩০১ বারে ১ লাখ ৬৪ হাজার ৫১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –এপেক্স স্পিনিংয়ের ৮.৭৮ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮.৬২ শতাংশ, ইনটেক অনলাইনের ৬.৭০ শতাংশ , খান ব্রাদার্সের ৬.৩৯ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬ শতাংশ, এসিসিবিএল মিউচুয়াল ফান্ডের ৫.৭৭ শতাংশ ও দেশ গার্মেন্টসের ৫.৬৯ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস