৯২ লাখ টাকার যন্ত্রপাতি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৭-১৫ ০৯:৫৮:০৮


পুঁজিবাজারে খাদ্য ও আনুষাঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ স্থানীয় বাজার থেকে যন্ত্রপাতি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এ সব যন্ত্রপাতি কেনা বাবদ ব্যয় হবে ৯২ লাখ ৫৩ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  পাউডার পানীয় (সিপো  ফ্রুটি স্যালাইন এবং কমলা পাউডার পানীয়) তৈরির জন্য নতুন উৎপাদন লাইন স্থাপন করা কবে। যার মোট উৎপাদন ক্ষমতা বার্ষিক ৪,৪২৭ মেট্রিক টন। সিপো ফ্রুটি স্যালাইন ১,৬৮২ মেট্রিক টন এবং কমলা পাউডার ড্রিংক ২,৭৪৫ মেট্রিক টন।

নারায়ণগঞ্জ জেলার মদনপুর বন্দরের কেওধলায় অবস্থিত কোম্পানিটির মদনপুর কারখানায় এটি স্থাপন করা হবে। 

 

এসকেএস