আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে দলের নেতাদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠকের পর এ অনুমতি দেওয়া হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বিএনপি প্রধানের সঙ্গে শ্রদ্ধা নিবেদনের জন্য ১০০ জনের অনুমতি চাইলেও সর্বোচ্চ ৬০ জনের অনুমতি দেওয়া হয়েছে।
প্রথাগতভাবে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে সবার আগে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। এরপর প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দল বিএনপি সংসদে না থাকায় রাষ্ট্রীয় প্রটোকলে নেই। সেজন্য প্রথম প্রহরে ফুল দিতে তাকে এ অনুমতি নিতে হয়েছে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক তত্ত্বাবধান করে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন উপাচার্য।
বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।