স্টারলিঙ্কের আলোয় ডিজিটাল বাংলাদেশ গড়ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৭-১৫ ২১:৪৩:২৪

বাংলাদেশে প্রযুক্তি খাতের একনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি স্পেস এক্স-এর স্টারলিঙ্ক স্যাটেলাইট‑ভিত্তিক ইন্টারনেট সেবার সরকারিভাবে অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে কার্যক্রম শুরু করছে।
স্টারলিঙ্ক হলো লো আর্থ অরবিট (LEO) উপগ্রহ ব্যবহারে চালিত একটি স্যাটেলাইট ইন্টারনেট সেবা, যা উচ্চ-গতির ডাউনলোড, নমনীয় কাভারেজ এবং কম লেটেন্সি নিশ্চিত করে। BTRC এবং BIDA থেকে প্রাপ্ত ১০ বছরের NGSO ও রেডিও যোগাযোগ লাইসেন্সের মাধ্যমে এই সেবা আনুষ্ঠানিকভাবে দেশে চালু হয়েছে।
স্টারলিঙ্ক সুবিধাসমূহ
- ২৫০ Mbps+ পর্যন্ত ডাউনলোড স্পিড ও ২০–৪০ এমএস লেটেন্সি যা গ্রাম ও শহরে একই মানের সেবা প্রদান করবে
- কোনো ফাইবার অথবা টাওয়ার ছাড়াই সরাসরি ব্যবহারযোগ্য
- দুর্গম ও সীমান্তবর্তী এলাকাতেও নিরবিচ্ছিন্ন কানেক্টিভিটি
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বর্তমানে স্টারলিঙ্ক এর মিনি কিট, স্ট্যান্ডার্ড কিট, ফ্লাট হাই পারফরমেন্স কিট এর মাধ্যমে ভিন্ন ভিন্ন প্রয়োজনের সার্ভিস সরবারহ করছে। তাদের গ্রাহকরা পাচ্ছেনঃ সরাসরি প্রি‑অর্ডার, বাড়িতে বসে ডেলিভারি, ২৯+ বছর ধরে প্রযুক্তির মাধ্যমে ইনোভেশন ও সেবা পৌঁছে দেয়ার অভিজ্ঞতা।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













