আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো চিঠিতে আইডিআরএ
বীমা কোম্পানির সিইও পদে নিয়োগে পর্যাপ্ত যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীর অভাব রয়েছে
আপডেট: ২০২৫-০৭-১৫ ২২:১০:০৪

নিয়মনীতির তোয়াক্কা করছে না দেশের বীমা কোম্পানিগুলো। প্রচলিত আইন লঙ্ঘন করে দেশের অনেকগুলো বিমা কোম্পানির শীর্ষ পদে দায়িত্ব পালন করছে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মরর্তা (সিইও)। দীর্ঘদিন ধরে শীর্ষ এ পদে পূর্ণাঙ্গ মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ না দেওয়ায় বিমা খাতের সংকট তীব্র হচ্ছে। কোম্পানিগুলোর অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নিতে আইন সংশোধন সহ ধারাবাহিকভাবে ব্যবস্থা নিতে শুরু করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ )।
গত ৪ জুন আইন লঙ্ঘন করে দীর্ঘ সময় ধরে বিমা কোম্পানির পাঁচ জন সিইও পদে থাকায় সরকারকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে রাষ্ট্রের নিরপত্তা গোয়েন্দা অধিদপ্তর( এনএসআই)। এ সংক্রান্ত একটি চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করে গোয়েন্দা সংস্থাটি। প্রধান উপদেষ্টার কার্যালয় পক্ষ থেকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে সংস্থাটির প্রতিবেদনের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টার কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়।
জানা যায়, ইতোমধ্যে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উল্লেখিত ৫ কোম্পানিগুলোতে পূর্ণাঙ্গ সিইও নিয়োগে কার্যকর ভূমিকা নিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) অবহিত করা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো এক চিঠিতে আইডিআরএ বলছে, পূর্ণাঙ্গ মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগে কারণ দর্শানো নোটিশ জারি, কোম্পানিগুলোতে জরিমানা আরোপ এবং রিট মামলা পরিচালনার মতো বিভিন্ন পদক্ষেপ নিলেও তাতে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা – ২০১২ অনুযায়ী সিইও পদে নিয়োগের জন্য পর্যাপ্ত যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীর অভাব রয়েছে।
আইডিআরএ এর ভাষ্যমতে, ভারপ্রাপ্ত সিইও দিয়ে কোম্পানিগুলো কর্তৃপক্ষ (আইডিআরএ) সমস্যার স্থায়ী সমাধানে বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা- ২০১২ সংশোধনের উদ্যোগ নিয়েছে। খসড়া প্রবিধানমালাটি ইতোমধ্যে আইডিআরএ’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত আহ্বান করা হয়েছে। কর্তৃপক্ষ মনে করছে, এই প্রবিধানমালা সংশোধন করা হলে বীমা খাতের এই দীর্ঘদিনের সমস্যার অনেকটাই সমাধান হবে। অংশীজনদের মতামত পাওয়ার পর সংশোধনের প্রস্তাব দ্রুতই আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হবে।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











