বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
পাকিস্তানে তুষারচাপায় নিহত ৭
প্রকাশিত - ফেব্রুয়ারি ২০, ২০১৭ ১০:৪৬ এএম
পাকিস্তানের উত্তরাঞ্চলে তুষারচাপায় অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। তুষারের নিচে আটকা পড়ে আছে অন্তত চারজন। রবিবার এ ঘটনা ঘটে।
এই ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তা। খাইবার পাখতুখুয়া প্রদেশের দির ও চিত্রাই জেলার সংযোগকারী টানেলের কাছে এই ঘটনা ঘটে। আটকা পড়াদের উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে।
চলতি মাসের প্রথম দিকেই তুষারচাপায় ২০টি বাড়ি ভেঙে যায় ও ১৩ জন নিহত হন। টাইমস অফ ইন্ডিয়া
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.