দর পতনের শীর্ষে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৭-১৭ ১৫:৪৫:৪২

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৯২ বারে ৫ লাখ ২৪ হাজার ১৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৬০ বারে ১৩ লাখ ৮৬ হাজার ৭৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৯ বারে ৭৩ হাজার ৭৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – রূপালী ব্যাংকের ৪.২৬ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৪.১৭ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৭৭ শতাংশ, তুংহাই নিটিং এন্ড ডাইংয়ের ৩.৭০ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৩.৬৮ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৩.৪৫ শতাংশ এবং এসিআই পিএলসির ৩.৪৪ শতাংশ দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












