শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
ইসলাম সন্ত্রাসবাদের উৎস নয় : মার্কেল
প্রকাশিত - ফেব্রুয়ারি ২০, ২০১৭ ১১:৩৪ এএম
ইসলাম সন্ত্রাসবাদের কোনো উৎস নয়, বরং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সঙ্গে একত্রে কাজ করার আগ্রহের কথাও উল্লেখ করেন তিনি। শনিবার মিউনিখে নিরাপত্তা বিষয়ক সম্মেলনে এসব বলেন জার্মান চ্যান্সেলর।
ওই সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের উপস্থিতিতে সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার সমালোচনা করেন মার্কেল। এছাড়া তিনি বক্তৃতায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ন্যাটো এবং জাতিসংঘের মতো বহুজাতিক সংস্থাগুলোকে টিকিয়ে রাখা এবং শক্তিশালী করার ওপর জোর দেন। মার্কেল বলেন, ‘একসঙ্গে কাজ করলে সবাই শক্তিশালী হয়। আমাদের এটাও দেখতে হবে, বিভিন্ন জায়গায় বহুপাক্ষিক অবকাঠামোগুলো যথাযথভাবে কাজ করছে কি-না।’
জার্মানির চ্যান্সেলর বলেন, রাশিয়ার সঙ্গে ইউরোপের সম্পর্ক এখনো চ্যালেঞ্জিং। তবে আইএস কিংবা এ ধরনের সন্ত্রাসী দলগুলোর বিরুদ্ধে লড়াইয়ে দেশটির সঙ্গে কাজ করা জরুরি। তিনি বলেন, ‘ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াই এমন একটি জায়গা, যেখানে আমাদের আগ্রহ একই। আমরা এখানে একসঙ্গে কাজ করতে পারি।’ আল জাজিরা ও রয়টার্স।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.