ইরাকে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬৯

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-০৭-১৮ ১০:৪৮:১৫


ইরাকের কুত শহরের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত ভবন থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৪৫ জনকে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ’র বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আগুনের সূত্রপাত স্থানীয় সময় বুধবার রাতের দিকে, প্রথম তলায় একটি এসি বিস্ফোরণের মাধ্যমে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেখান থেকে পুরো পাঁচতলা ভবনে ছড়িয়ে পড়ে আগুন। ৪৫ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে হাসপাতাল ও মর্গে স্বজনদের খোঁজে ভিড় করছেন অসংখ্য মানুষ।

শপিংমলটি চালু হয়েছিল এক সপ্তাহ আগে। এতে একটি রেস্তোরাঁ ও সুপারমার্কেট ছিল। ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ভবনের ভেতর এখনো কিছু লোক নিখোঁজ আছেন।

এক বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেছেন, ঘটনা তদন্তে তিনি  স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনাস্থলে যেতে বলেছেন। ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

এনজে