ইসরায়েলি বর্বর হামলায় গাজায় আরও ৯৪ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-০৭-১৮ ১১:৪৫:২৩

দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজায় অন্তত ৯৪ জন নিহত এবং সাড়ে তিনশ জন আহত হয়েছেন। ফলে, অবরুদ্ধ উপত্যকাটিতে মৃতের সংখ্যা ৫৮ হাজার ৭০০ জনের কাছে পৌঁছালো।
বৃহস্পতিবারের (১৭ জুলাই) তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ৯৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই একই সময় হামলায় আরও ৩৬৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক লাখ ৩৯ হাজার ৯৭৪ জনে।
ওই বিবৃতিতে আরও জানানো হয়, হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছেন।উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না বলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৩২ জনের বেশি আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত এই ধরনের ঘটনায় মোট ৮৭৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচ হাজার ৬৬৬ জন।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













