ব্লগার রাজীব হায়দার হত্যার মূল পরিকল্পনাকারী ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রেজওয়ানুল আজাদ রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী আশরাফকেও গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুর ২টার দিকে উত্তরা থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট তাদের গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলেশের অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে কাউন্টার টেররিজমের একটি দল উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
তিনি আরো বলেন, তথ্য রয়েছে রানার সহযোগী আশরাফ জঙ্গি কর্মকাণ্ডে জড়িত।
প্রসঙ্গত, ২০১৩ সালে পল্লবী থানা এলাকায় নৃশংসভাবে খুন হন ব্লগার রাজীব হয়দার। এ ঘটনায় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর আদালত দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ দেন।