
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটি ৬৩৩ বারে ২০ লাখ ৫১ হাজার ৩৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ২১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২৫ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৭৭ বারে ৩৭ লাখ ৭৯ হাজার ৬৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সাউথ বাংলা ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২১ শতাংশ। কোম্পানিটি ৯৩২ বারে ৪৫ লাখ ৯১ হাজার ১৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৭১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – লাফার্জহোলসিম বাংলাদেশের ৮.৩৫ শতাংশ, ডেসকোর ৮.২৩ শতাংশ এবং বিআইএফসি-এর ৮.০৬ শতাংশ, আমান কটনের ৬.৭৯ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৬.৫৫ শতাংশ, তিতাস গ্যাসের ৫.৬৪ শতাংশ এবং আইপিডিসি ফাইন্যান্সের ৫.৫২ শতাংশ দর বেড়েছে।
এসকেএস