দর পতনের শীর্ষে এক্সপ্রেস ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৭-২০ ১৫:৫০:১৯


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৫৮০ বারে ১৯ লাখ ০ হাজার ৬৪৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৭৮ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫৭ শতাংশ কমেছে। ফান্ডটি ৭১৮ বারে ২৯ লাখ ৪৪ হাজার ৬০৭ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা রহিম টেক্সটাইল মিলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৮০ বারে ১ লাখ ২৯ হাজার ৪৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৪.৫৩ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.১৭ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৩.৩৩ শতাংশ, এপেক্স ট্যানারির ৩.২৯ শতাংশ, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৩.২৮ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৩.২৩ শতাংশ এবং ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের ৩.২৩ শতাংশ দর কমেছে।

 

এসকেএস