শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
তেল লুট করতে ইরাকে আসিনি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত - ফেব্রুয়ারি ২০, ২০১৭ ৪:২১ পিএম
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, তেল লুট করতে ইরাকে আসেনি যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘আমরা আমেরিকানরা সাধারণত অর্থের বিনিময়ে গ্যাস ও তেল কিনি’।
জিম ম্যাটিস যোগ করেন, আমি নিশ্চিত যে আগামীতেও আমরা এ ধারা অব্যাহত রাখবো। আমরা তেল দখল করতে ইরাকে আসিনি।’ সোমবার বাগদাদ পৌঁছে ম্যাটিস এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে সংশয়ে থাকা ইরাকি অংশীদারদের আশ্বস্ত করতে তিনি সেদেশ সফরে গেছেন। এএফপি।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.