সূচকের উত্থানে ১০ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৭-২১ ১৫:২৫:১৬


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৪৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭ টির, দর কমেছে ২২৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৫ টির।

ডিএসইতে ৮৬০ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সাড়ে ১০ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। আগের কার্যদিবস থেকে ৮৪ কোটি ৮০ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৭৫ কোটি ৯০ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৭৩ পয়েন্টে।

সিএসইতে ২৫৯ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৫ টির দর বেড়েছে, কমেছে ১২১ টির এবং ৩৩ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এসকেএস