দর বৃদ্ধির শীর্ষে জিকিউ বলপেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৭-২১ ১৬:০৩:৩৯

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫১০ বারে ২ লাখ ১৮ হাজার ৫৪৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২০ শতাংশ। কোম্পানিটি ৬১৯ বারে ৪ লাখ ৯৯ হাজার ৪৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৩১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ফার্মা এইডসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫১৫ বারে ১ লাখ ৮ হাজার ৭৮৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৫৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – মুন্নু এগ্রোর ৭.০৪ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি’র ৬.৮৮ শতাংশ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৪.৮৬ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৪.৭৬ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৪.২৮ শতাংশ ও কে এন্ড কিউ এর ৩.৯৬ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












