দর পতনের শীর্ষে এক্সপ্রেস ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৭-২১ ১৬:১১:১০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৪৯ বারে ৭ লাখ ৭ হাজার ৭৩২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬২ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ৪৭০ বারে ৭৫ লাখ ৬৮ হাজার ৫০৯ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ২১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০৫ বারে ১ লাখ ৫৭ হাজার ৭০৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির ৫.৯৭ শতাংশ, অ্যাপোলো ইস্পাত কপ্লেক্সের ৫.৭১ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের ৫.৫৬ শতাংশ, রতনপুর স্টিল রি-রোলিংয়ের ৫.৩১ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টসের ৫.১৩ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল মিলসের ৫.১৩ শতাংশ এবং ডেসকোর ৪.৯৪ শতাংশ দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












