গুলিতে নিহত সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজা বারীর গাড়ি লক্ষ করে ছাত্রলীগের মিছিল থেকে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় ছাত্রলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে দায়ের করা এ মামলায় সাতজনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও ২০-২৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছামিউল ইসলাম সামুকে প্রধান আসামি করে আফরোজা বারীর মেয়ে নাহিদ নিগার সুন্দরগঞ্জ থানায় মামলা করেছেন। ওসি বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। গাড়ি ভাংচুরকারীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।