পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ আলিফ গ্রুপের সাথে একটি চুক্তি সই করার সিদ্ধান্ত নিয়েছে। চুক্তি অনুযায়ী সেন্ট্রাল ফার্মার ৫ শীর্ষ পরিচালকের শেয়ার কিনবে আলিফ গ্রুপ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্লক মার্কেটের মাধ্যমে দুই কোম্পানি শেয়ার কেনা-বেচা করতে পারবে। শেয়ার বেচা সম্পন্ন হলে সেন্ট্রাল ফার্মার পর্ষদে নতুন চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হবে।
জানা গেছে, সেন্ট্রাল ফার্মার পর্ষদের ৫ উদ্যোক্তা ও পরিচালক হচ্ছেন- চেয়ারম্যান মোরশেদা আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মনসুর আহমেদ, মো: রোকনুজ্জামান, নাসিমা আকতার এবং পারভেজ আহমেদ ভুইয়া। তাদের হাতে কোম্পানিটির মোট ৩০ দশমিক ০২ শতাংশ শেয়ার রয়েছে।