চ্যাম্পিয়ন মেয়েদের ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৫-০৭-২১ ২১:৫০:২১

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-২০ নারী দলের এই অর্জনে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট সকলকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
সোমবার (২১ জুলাই) উপদেষ্টা আসিফ মাহমুদ এক অভিনন্দন বার্তায় বলেন, এই জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। তাদের এই অসামান্য অর্জন দেশের নারী ফুটবলকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাদের এই অদম্য স্পৃহা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে তারা আরও ভালো করবে এবং দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া উপদেষ্টা।
বাংলাদেশ নারী ফুটবল দল প্রথম বারের মতো এশিয়া কাপে খেলবে। এশিয়া কাপ নিশ্চিত হওয়ার দুই সপ্তাহের মধ্যেই বাংলাদেশ অ-২০ দল সাফের শিরোপা অর্জন করল। বয়সভিত্তিক নারী সাফে বাংলাদেশের একাধিক শিরোপা রয়েছে।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












