
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১ হাজার ২৪০ বারে ৪০ লাখ ৮৪ হাজার ৪০৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৪৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরএকে সিরামিকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৩২১ বারে ৭ লাখ ৭৩ হাজার ৫৯০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৭৩০ বারে ১ লাখ ১ হাজার ৫৮২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– গ্রামীন ওয়ান : স্কিমের ২ ৭.৬৯ শতাংশ, লিন্ডে বিডির ৭.১৮ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৭.১৭ শতাংশ, শমরিতার ৫.৪০ শতাংশ, সমতা লেদারের ৫.৩৭ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫.২০ শতাংশ এবং ডাচ-বাংলা ব্যাংকের ৪.৭২ শতাংশ দর বেড়েছে।
এসকেএস