যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-০৭-২৩ ১৪:১৫:১৩


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বুধবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় আনোয়ার ইব্রাহিম বলেন, ‘ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে আমার হৃদয় ভেঙে গেছে। এতে অনেক প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই শিশু। আহত হয়েছেন আরও শতাধিক।’

বার্তায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষিকা মাহরিন চৌধুরীর কথা উল্লেখ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভুক্তভোগীদের রয়েছেন মাহরিন চৌধুরী নামে একজন শিক্ষক যিনি শিক্ষার্থীদের বাঁচাতে নিজের জীবন বাজি রেখে আগুনের মধ্যে ছুটে গিয়েছিলেন। তার এই অসীম সাহসিকতা ও আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, এই গভীর শোকের মুহূর্তে মালয়েশিয়া বাংলাদেশের ভাই ও বোনদের প্রতি আমাদের পূর্ণ সংহতি প্রকাশ করছে। আমরা আপনাদের পাশে আছি। এই দুর্ঘটনায় নিহত প্রতিটি প্রাণ এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য আমরা শোকাহত।

গত সোমবার (২১ জুলাই) রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত ঘটে। ওই ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনীর ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল চত্বরের একটি দোতলা ভবনের ওপর গিয়ে বিধ্বস্ত হয়।

পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম সাগর যুদ্ধবিমানটি ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়।

বিএইচ