
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮৬ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৮ টির, দর কমেছে ১০২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৯ টির।
ডিএসইতে ৯৮৬ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। আগের কার্যদিবস থেকে ২৬৪ কোটি ২৪ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭২২ কোটি ২৯ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯০৫ পয়েন্টে।
সিএসইতে ২৫৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮ টির দর বেড়েছে, কমেছে ৮০ টির এবং ২৫ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস