দর বৃদ্ধির শীর্ষে কপারটেক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৭-২৩ ১৫:৩৪:৩৮


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪০৩ বারে ৩১ লাখ ১ হাজার ৬৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ১ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ব্যাংক এশিয়ার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৫ বারে ৭৮ লাখ ৬৭ হাজার ৩১৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ৮৯০ বারে ৩৯ লাখ ৫৫ হাজার ৯০৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ডরিন পাওয়ারের ৭.৩২ শতাংশ, এনসিসি ব্যাংকের ৬.৫৪ শতাংশ, ন্যাশনাল পলিমারের  ৬.৪২ শতাংশ, ঢাকা ব্যাংকের ৬.২৫ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৬.০২ শতাংশ, তিতাস গ্যাসের ৫.৯৪ শতাংশ ও আইপিডিসির ৫.৭৪ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস