গাজায় ক্ষুধায় আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৫-০৭-২৪ ০৯:৩৭:২৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সংকট আরো গভীর রূপ নিচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আল জাজিরার খবরে জানা গেছে, অবরুদ্ধ এই ভূখণ্ডে আরো অন্তত ১০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
গত বছরের অক্টোবর মাসে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে, যার বেশিরভাগই গত কয়েক সপ্তাহে মারা গেছেন।
এ বিষয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরো অন্তত ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৩৪ জন খাদ্য সহায়তার আশায় অপেক্ষমাণ ছিলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চলতি বছর অপুষ্টিজনিত কারণে মারা যাওয়া শিশুদের মধ্যে ৫ বছরের নিচের বয়সী অন্তত ২১ জন রয়েছে। সংস্থাটি আরো জানিয়েছে, মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রায় ৮০ দিন তারা কোনো খাদ্য সহায়তা সরবরাহ করতে পারেনি এবং এখনো যে খাদ্য সরবরাহ শুরু হয়েছে, তা প্রয়োজনের তুলনায় অনেক কম।
গাজার জনগণ এখন চরম মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে; যেখানে খাদ্য, পানি এবং ওষুধের মারাত্মক সংকট বিরাজ করছে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













