বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
লাখ টাকায় শিশু বিক্রির দায়ে বন্ধ হল এতিমখানা
প্রকাশিত - ফেব্রুয়ারি ২৩, ২০১৭ ৪:১১ পিএম
এক থেকে দুই লাখ টাকায় শিশু বিক্রির দায়ে বন্ধ করে দেয়া হল একটি এতিমখানা। মঙ্গলবার এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে পূর্ব ভারতের পুলিশ এ কথা জানায়। তারা আরো জানায়, সন্তানহীন দম্পতির কাছে তারা শিশু বিক্রি করছিল এটা আমরা নিশ্চিত হয়েছি। কিন্তু তারা পাচারকারীদের কাছে শিশু বিক্রি করত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের জলপাইগুড়িতে এই এতিমখানা অবস্থিত। একটি অলাভজনক প্রতিষ্ঠান এতিমখানাটি পরিচালনা করছে। পুলিশ জানায়, এরা কমপক্ষে ২৪ জন শিশুকে অন্যের কাছে বিক্রি করেছে।
পশ্চিম বঙ্গ রাজ্যের নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় থেকে রেশমি সেন বলেন, সবচাইতে ভয়ংকর বিষয় হল, এই প্রতিষ্ঠানের প্রধান দুঃস্থ নারীদের আশ্রয় দেয়ার জন্য আরেকটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। সেখান থেকে দুঃস্থ নারীদের শিশুদের এই এতিমখানায় আনেন এবং বিক্রি করে দেন।
তিনি আরো বলেন, এই আশ্রয় কেন্দ্রে জোর করে নারীদের আটকে রেখে বাচ্চা বিক্রি করা হচ্ছে কিনা, সেটাও তদন্ত করে দেখছি আমরা।
১৩ জন শিশুকে জীবিত উদ্ধারের পর এবং দুই সদ্যজাত শিশুর লাশ কলকাতা বন্দরের নিকট পাওয়ার পর পুলিশের অভিযানে এ সকল তথ্য বের হয়ে আসে। মন্ত্রণালয় থেকে আশঙ্কা করা হয় দুঃস্থ নারীদের আটকে রেখে তাদেরকে বাচ্চা নিতে বাধ্য করা হচ্ছে এবং সেই বাচ্চা বিক্রি করে দেয়া হচ্ছে। থমসন অ্যান্ড রয়টার্স ফাউন্ডেশন।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.