সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
এপ্রিলে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রকাশিত - ফেব্রুয়ারি ২৩, ২০১৭ ৬:৫০ পিএম
[caption id="attachment_34244" align="aligncenter" width="730"] ফাইল ছবি[/caption]
অবশেষে এপ্রিলের প্রথমার্ধ্বে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর সংসদ ভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেন। পরে তার উপ প্রেসসচিব এম নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এপ্রিলের প্রথমার্ধ্বে প্রধানমন্ত্র্রী ভারত সফরে যাচ্ছেন।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালে বাংলাদেশে প্রথম সফরের পর শেখ হাসিনাকেও দ্বিপক্ষীয় সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন। পরে বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর ভারত যাওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে গত অক্টোবরে ভারতের গোয়ায় ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলনে যোগ দিয়েছিলেন শেখ হাসিনা।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.