নিষিদ্ধ হওয়া একটি ছবির পক্ষে কাজ করছেন তিনি : শাওনf

প্রকাশ: ২০১৭-০২-২৫ ১০:০২:৪২


shaownজনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।   শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থানায় শাওন নিজেই জিডিটি করেন। এতে বান্টি মীর নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন শাওন। জিডি নম্বর ১১৮৪।

ধানমন্ডি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৩টা ৪৫ মিনিটে শাওন জিডিটি করন।

জিডি প্রসঙ্গে শাওন বলেন, ‘গত দুই-তিন দিন ধরে বান্টি মীর নামের এক ব্যক্তি আমার ও আমার মায়ের সম্পর্কে অশালীন বক্তব্য প্রচার করে যাচ্ছেন। এমনকি ফেসবুক ভিডিও লাইভের মাধ্যমেও তিনি মিথ্যে গল্প ছড়াচ্ছেন আমার বিরুদ্ধে। এমনকি আমাকে প্রাণনাশেরও হুমকি দিয়েছেন। এগুলো আমার জন্য বিব্রতকর এবং আতঙ্কের বিষয়। ’

বান্টি মীর নামে ওই ব্যাক্তিকে একটি নিষিদ্ধ ছবির পক্ষে প্রচারণা করতে দেখা যাচ্ছে বলেও জানান শাওন।

শাওন আরো জানান, ‘আর চুপ করে থাকতে পারলাম না। পুলিশের কাছে আসতেই হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটিয়ে স্ট্যাটাস দেওয়া, ভিডিও তৈরি করে আপত্তিকর মন্তব্য, গালাগাল করা, নানাভাবে আমাকে হেয় করার কারণে আইনের আশ্রয় নিয়েছি। ’