দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৭-২৭ ১৫:১৪:৩৯

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৮২২ বারে ৭ লাখ ৫৫ হাজার ৫২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা রহিমা ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ২২৩ বারে ৮ লাখ ২৮ হাজার ৮৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৮৫৯ বারে ৫ লাখ ৩৩ হাজার ৫২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৯.৭৫ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৪৩ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৯.২৩ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৮.৩৩ শতাংশ, ইসলামী কমার্শিয়ালইন্স্যুরেন্সের ৭.৩১ শতাংশ, নর্দান ইসলামি ইন্স্যুরেন্সের ৭.০০ শতাংশ এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৬.৬৭ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












