দর পতনের শীর্ষে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৭-২৭ ১৫:২৩:০৬


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭ হাজার ৮৬৩ বারে ১৩ লাখ ২৯ হাজার ২৯৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৯ কোটি ৩৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিঙ্গারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৬৯ বারে ৭৪ হাজার ৫৭৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৩ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা অলটেক্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫৩ বারে ৮৬ হাজার ৬৩৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–ফার্স্ট ফাইন্যান্সের ৫.৮৮ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৪.৯২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৪.৭৬ শতাংশ, লাফার্জহোলসিম বাংলাদেশের ৪.৫৯ শতাংশ, ইয়াকিন পলিমারের  ৪.৫২ শতাংশ, আমরা টেকনোলজিসের ৪.৫১ শতাংশ এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ৪.৩২ শতাংশ দর কমেছে।

 

এসকেএস