মেঘনা ব্যাংক এমডির পদত্যাগ
আপডেট: ২০২৫-০৭-২৭ ১৮:৩৫:১১

মেঘনা ব্যাংকের এমডি কাজী আহসান খলিল পদত্যাগ করেছেন। রোববার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কাছেও অনুলিপি দিয়েছেন।
গত বছরের এপ্রিলে ৩ বছরের জন্য তিনি ব্যাংকটির এমডি হিসেবে যোগ দেন। তবে ১৫ মাসের মাথায় এসে তিনি রোববার পদত্যাগ করেন।
৩৫ বছরের কর্মজীবনে কাজী আহ্সান খলিল প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, মধুমতি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে কাজ করেছেন। তিনি মেঘনা ব্যাংকে যোগদানের আগে এনআরবি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, তারা মেঘনা ব্যাংক এমডির পদত্যাগপত্র পেয়েছেন।
চলতি বছরের মার্চে মেঘনা ব্যাংকের পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির শেয়ারধারী পরিচালকের পাশাপাশি স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। যাঁদের দুজন বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













