পায়ের নিচে পবিত্র স্বস্তিকা চিহ্ন একেঁ তোপের মুখে সোফিয়া

প্রকাশ: ২০১৭-০২-২৫ ১২:৪৮:৪১


Sofiyaস্বস্তিকা চিহ্ন। হিন্দু ধর্ম্বালম্বী, বিশেষ করে ভারতীয় সংস্কৃতিতে সুখ শান্তি আর সমৃদ্ধির প্রতীক এ চিহ্ন। কখনও মন্দিরের গায়ে। কখনও আবার বাড়ির সামনে আলপনায়। কখনও আবার বৌদ্ধ বা জৈন মন্দিরে।
যুগ যুগ ধরে ভারতীয় সংস্কৃতিতে বারবার ঘুরে ফিরে এসেছে এই চিহ্ন। অবাক লাগলেও এই স্বস্তিক চিহ্নই ছিল হিটলারের পতাকাতেও। যে কোনও মঙ্গল অনুষ্ঠানে, মন্দিরে অনেকেই স্বস্তিকা চিহ্ন আঁকা হয়।
ধর্মীয় পবিত্র এই চিহ্ন পায়ের নিচে আঁকলেন মডেল অভিনেত্রী সোফিয়া হায়াত। আর তা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।
পোশাকে উষ্ণতা ছড়িয়ে খবরে এসেছেন সোফিয়া হায়াত। তারপর হলেন মাদার। সন্ন্যাস নিয়েও যেসব কাজ করছিলেন তাতেও কুড়িয়েছেন সমালোচনা। আর এবার জড়ালেন আইনি সমস্যায়।
পায়ের নিচে তালুকে স্বস্তিকা চিহ্নের ট্যাটু করানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে মুম্বাইয়ের আম্বোলি থানায় অভিযোগ দায়ের করেছেন একজন ভারতীয় আরটিআই অ্যাক্টিভিস্ট আসাদ পটেল। আসাদ বলেন, সোফিয়া কি হিন্দু আর মুসলিম ধর্ম নিয়ে মজা করছেন? আম্বোলি থানায় অভিযোগ দায়ের করেছি।’’ অভিযোগ পত্রে বলা হয়েছে, এ কাজ করে সোফিয়া সাধারণ মানুষের শান্তি নষ্ট করছেন।
ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন সোফিয়াও। তাঁর কথায়, ‘আমাকে বিচার করার ক্ষমতা কারও নেই। আমি মনে করি পা-ও দেহের অন্য যে কোনও অংশের মতোই পবিত্র। তাই স্বস্তিকা চিহ্নের ট্যাটু পায়েই করিয়েছি। আর আমাকে যদি গ্রেফতার করা হয়, তা হলে গৌতম বুদ্ধকেও গ্রেফতার করা উচিত ছিল। আমি বুদ্ধের মতোই পবিত্র।’